• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সংখ্যালঘু বলতে কিছু থাকবে না’-কামরুজ্জামান কামরুল   সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি নিহত চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নড়াইলে পুলিশের গাড়ী, বক্স ভাংচুর অগ্নিসংযোগে মামলা, আসামি ৬০০ মোহাম্মদীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপিত দৌলতপুর কলেজ অধ্যক্ষ সুমনের  অপসারণ দাবীতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার শুভ উদ্বোধন সীতাকুন্ড  প্রেস ক্লাবের  নব নির্বাচিত কমিটি   কে জাতীয় মানবাধিকার সংস্থা সাকসেসের অভিনন্দন  আমদানি রপ্তানি শুরু হয়েছে ছয়দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ফেসবুকে প্রেম বাবার বাড়ী ছেড়ে প্রেমিকের কাছে এলেন মারিয়া, ফিরলেন লাশ হয়ে প্রেমিক পালাতক।

যে তোমাকে ছেড়ে যেতে চাই

Zakir Hossain Mithun / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

যে তোমাকে ছেড়ে যেতে চাই

—- ডাঃ কামরুল ইসলাম মনা

যে তোমাকে ছেড়ে যেতে চাই
তোমার শত কষ্ট হলেও
তাকে কখনো বলো না
আমি তোমাকে ছাড়া বাঁচবো না!!

তাকে শুধু এটুকু বলো
যদি অন্য কারো জীবনে
বেশি সুখ পাও
তবে যাও!!!
কারণ জীবনটা তোমার,

প্রিয়জন কে পথ দেখানোর পর
প্রতিষ্ঠিত হওয়ার পরে
যে ব্যবহার করে
সেটাই তার আসল চরিত্র!

মানুষ প্রতিনিয়ত বদলায়
সম্পর্ক যখন পুরোনো হয়
কল দেওয়া কমে যায়,!!

কথা বলার সময় কমে যায় ,
মূল্যায়ন করাটা কমে যায়,
মেসেজ দেওয়া কমে যায়!!

রিপ্লে হয় ধীরগতির ,
অবহেলা বেড়ে যায়
কমে যায় গুরুত্ব!!
আর এসবের পিছনে রয়ে যায় নতুন কোন বন্ধু,,

আমি স্বার্থপর নই
তার চলার পথে বাধা হবো
কারণ তাকে নিজ জীবনের চেয়ে ও বেশি ভালবাসি
জোর করে প্রিয়জনকে হয়ত বেধে রাখা যায় কিন্তু তার মনকে বাধবো কি করে?
তার সুখের জন্য
আমি আস্তে আস্তে তার জীবন থেকে
দূরে সরে যেতে থাকি,,,
যার কাছে আমার মূল্য নেই,
আমার আদর্শ কে যে পদদলিত করে।

পৃথিবীর সব সান্তনা বাণী
কেবল অন্যকে দেওয়ার জন্য
নিজের জন্য নয়!!

একাকীত্বের চেয়ে ভয়ংকর
কষ্ট আর দ্বিতীয়টি নেই!!
যাকে এই একাকীত্বটা
আকড়ে ধরেছে
তার চেয়ে হতভাগা
আর কেউ নেই,
প্রচন্ড ম্যাচ্যুউর মানুষটিকেও
দুমড়ে মুচড়ে ভেঙ্গে দেয়
এই একাতীত্ব!!

সাপ তার বিষ নিজের দাঁতে রাখে,
কুকুর তার বিষ
জিভে রাখে
কাকরা বিছা তার বিষ
লেজে রাখে
কিন্তু মানুষই একমাত্র প্রাণী
যে কিনা বিষ নিজের অন্তরে রাখে!!!
মুখে মধু অন্তরে বিষ। মায়ার ছলনায় স্বামীকে ভুলিয়ে রেখে পরপুরুষ কে কথার জালে বিছানায় আহবান করে,,,,
স্বামীর শত আদেশ কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফাঁক পেলেই পরপুরুষ বন্ধু জুটাতে ব্যস্ত,,,,

তোমাকে পৃথিবীর সেরা সম্পদে পরিণত
করতে চেয়েছিলাম, উভয় কালেই একত্রে থাকতে চেয়েছিলাম,,, তোমায় নিয়ে অনেক কিছু আশা করেছিলাম কিন্তু মাঝপথে কে যেন টেনে ধরল পিছু!!!
আমি ব্যর্থ কারিগরই রয়ে গেলাম। বলদই রয়ে গেলাম প্রিয়ার মায়ার ছলনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD