—- ডাঃ কামরুল ইসলাম মনা
যে তোমাকে ছেড়ে যেতে চাই
তোমার শত কষ্ট হলেও
তাকে কখনো বলো না
আমি তোমাকে ছাড়া বাঁচবো না!!
তাকে শুধু এটুকু বলো
যদি অন্য কারো জীবনে
বেশি সুখ পাও
তবে যাও!!!
কারণ জীবনটা তোমার,
প্রিয়জন কে পথ দেখানোর পর
প্রতিষ্ঠিত হওয়ার পরে
যে ব্যবহার করে
সেটাই তার আসল চরিত্র!
মানুষ প্রতিনিয়ত বদলায়
সম্পর্ক যখন পুরোনো হয়
কল দেওয়া কমে যায়,!!
কথা বলার সময় কমে যায় ,
মূল্যায়ন করাটা কমে যায়,
মেসেজ দেওয়া কমে যায়!!
রিপ্লে হয় ধীরগতির ,
অবহেলা বেড়ে যায়
কমে যায় গুরুত্ব!!
আর এসবের পিছনে রয়ে যায় নতুন কোন বন্ধু,,
আমি স্বার্থপর নই
তার চলার পথে বাধা হবো
কারণ তাকে নিজ জীবনের চেয়ে ও বেশি ভালবাসি
জোর করে প্রিয়জনকে হয়ত বেধে রাখা যায় কিন্তু তার মনকে বাধবো কি করে?
তার সুখের জন্য
আমি আস্তে আস্তে তার জীবন থেকে
দূরে সরে যেতে থাকি,,,
যার কাছে আমার মূল্য নেই,
আমার আদর্শ কে যে পদদলিত করে।
পৃথিবীর সব সান্তনা বাণী
কেবল অন্যকে দেওয়ার জন্য
নিজের জন্য নয়!!
একাকীত্বের চেয়ে ভয়ংকর
কষ্ট আর দ্বিতীয়টি নেই!!
যাকে এই একাকীত্বটা
আকড়ে ধরেছে
তার চেয়ে হতভাগা
আর কেউ নেই,
প্রচন্ড ম্যাচ্যুউর মানুষটিকেও
দুমড়ে মুচড়ে ভেঙ্গে দেয়
এই একাতীত্ব!!
সাপ তার বিষ নিজের দাঁতে রাখে,
কুকুর তার বিষ
জিভে রাখে
কাকরা বিছা তার বিষ
লেজে রাখে
কিন্তু মানুষই একমাত্র প্রাণী
যে কিনা বিষ নিজের অন্তরে রাখে!!!
মুখে মধু অন্তরে বিষ। মায়ার ছলনায় স্বামীকে ভুলিয়ে রেখে পরপুরুষ কে কথার জালে বিছানায় আহবান করে,,,,
স্বামীর শত আদেশ কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফাঁক পেলেই পরপুরুষ বন্ধু জুটাতে ব্যস্ত,,,,
তোমাকে পৃথিবীর সেরা সম্পদে পরিণত
করতে চেয়েছিলাম, উভয় কালেই একত্রে থাকতে চেয়েছিলাম,,, তোমায় নিয়ে অনেক কিছু আশা করেছিলাম কিন্তু মাঝপথে কে যেন টেনে ধরল পিছু!!!
আমি ব্যর্থ কারিগরই রয়ে গেলাম। বলদই রয়ে গেলাম প্রিয়ার মায়ার ছলনায়।
Devoloped By WOOHOSTBD