খুব খারাপ লাগছে ভেড়ামারা উপজেলার সৎ, দক্ষ ও কর্মমুখী কৃষি কর্মকর্তা শায়খুল ইসলামের পদোন্নতি জনিত বিদায়ের কথা শুনে। চাকুরির পদন্নোতি যেতেই হবে এটাই বাস্তবতা। ভাবতেই পারছিনা আকস্মিক ভাবে আমাদের ছেড়ে এই ভাবে আপনাকে এত দ্রুত চলে যেতে হবে। যেখানে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ আপনাকেসহ পুরো পরিবারের সদস্যদের কে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন বিদায় লগ্নে এই মোর প্রার্থনা।
অসহায় মানুষের পাশে দেখেছি তাকে সহায়তার হাত বাড়িয়ে দিতে, দেখেছি কৃষকদের কে নানা বিষয়ে পাশে থাকতে।
কৃষি বান্ধব কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, ভেড়ামারায় দায়িত্বকালীণ সময়ে বিশেষ করে কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মীরাসহ অনেকের সাথে মিশেছি। কৃষির উন্নয়নে আমাকে সবাই যে ভাবে সহযোগীতা করেছেন তার জন্য সবার কাছে কৃতজ্ঞ। এই চলার পথে যদি কারো সাথে কোন প্রকার কষ্ট দিয়ে থাকি বা মনের অজান্তেই কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন।
কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) হিসেবে পদোন্নতি লাভ করেন।
বিদায়ী কৃষি অফিসার শায়খুল ইসলাম ভেড়ামারায় কর্মরত থাকাকালীণ সময়ে অত্যান্ত নিষ্টার সাথে কাজ করায় কৃষি জমির চাষাবাদ বৃদ্ধি সহ সবজির বাম্পার ফলন এবং কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌছে দেওয়ার পাশাপাশি কৃষি বরাদ্ধ বৃদ্ধি সহ তার কর্ম তৎপরতার জন্য তিনি উপজেলাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। ঠি তেমনি মেহেরপুরেও এর চেয়ে আরো বেশী কাজ করে সর্বস্তরের মানুষের মন জয় করবেন এই মোর কামনা।
আল্লাহ তাকে কে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন।। ছুম্মা আমিন।।
ধন্যবাদান্তে-
ডাঃ কামরুল ইসলাম মনা
সভাপতি
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব
ও
প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড ( প্রাণায়াম ও অ্যাকিউপ্রেশার প্রশিক্ষণ কেন্দ্র) ভেড়ামারা, কুষ্টিয়া।
০১৭১২২৭৬৭৫৩
Devoloped By WOOHOSTBD