জনস্বার্থে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এর জোর দাবী – চিকিৎসা ও শিক্ষানগরী রাজশাহী। যার ফলে কুষ্টিয়া জেলার অসংখ্য রুগীসহ ছাত্র ছাত্রীদের সর্বত্র যাতায়াত নিত্য প্রয়োজনী। ছাত্র ছাত্রী এবং রোগীদের সকাল সকাল পৌছানোর একান্ত প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু কুষ্টিয়া, পোড়াদহ, মিরপুর এবং ভেড়ামারার সাথে রাজশাহীর সকালে ট্রেনের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, যার ফলে রাজশাহী পৌঁছাতে কমপক্ষে দুপুর ১ টা বেজে যায়। ফলে ছাত্র ছাত্রীদের যেমন দুর্ভোগ তেমনি রোগীদের পক্ষে সেইদিন ফেরা প্রায়ই অসম্ভব হয়ে যায় এবং রাত্রি যাপন করা তাদের জন্য অনেকটা কষ্টদায়ক ও ব্যয়বহুল হয়ে যায়। অপরদিকে হোটেলের নানা জটিলতা তো রয়েছে।
ছাত্র-ছাত্রীদেরও শিক্ষাক্ষেত্রে সকাল সকাল পৌছানোর একান্ত প্রয়োজন হয়ে পড়ে। উক্ত
বিষয় টির অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনা করে কুষ্টিয়া পোড়াদহ, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর বাসীর কষ্টের কথা বিবেচনা করে কুষ্টিয়ার উন্নয়ন এর রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভেড়ামারার কৃতি সন্তান জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি এবং ভেড়ামারা মিরপুর বাসীর স্বপ্ন পূরণের সারথি কামারুল আরেফিন এমপি’র আশু হস্তক্ষেপ কামনা করছি। সেইসাথে রেলমন্ত্রীসহ উর্দ্ধতন রেল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বৃহত্তর কুষ্টিয়া জেলাবাসীর প্রাণের এই দাবী পূরণে উক্ত ব্যক্তিবর্গসহ সবার অগ্রণী ভূমিকা কামনা করছি।
Devoloped By WOOHOSTBD