— তরু
মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যি টা এখন প্রমাণ করতে হয়।
চোখে আঙুল দিয়ে দেখানোর পরও যে না বুঝে উল্টো মিথ্যারই জয়গান করে তাকে কি করে বুঝায় বলো?
সত্যি টা বুঝাতে চোখে আঙুল দিয়ে দেখাতে দেখাতে আজ বড়ই ক্লান্ত আমি কিন্তু বিনিময়ে ধন্যবাদ তো দুরের কথা উল্টো নিজেই হয়েছি বড় অপরাধী। মিথ্যা কে প্রতিষ্ঠিত করতে তোমার উচ্ছসিত যুক্তি প্রমাণ করে তোমার হৃদয়ে মিথ্যার জায়গাটা কতখানি।
ক্ষতবিক্ষত হৃদয়ে রক্ত ক্ষরণ হলেও আজ তোমার মনে আমার জন্য কোন দাগ কাটে না বলেই হাজারো বার সত্যি টা কে আমায় প্রমাণ করতে হয়। শত প্রমাণ দেওয়ার পরও তোমার মন থেকে মিথ্যা কে বিন্দু মাত্র ফাটল ধরাতে পারিনি,,,,।
বরং দেখেছি মিথ্যার বিরুদ্ধে বললে তোমায় কষ্ট পেতে।
দেখেছি সত্যি কে অপবাদে ভূষিত করতে!
মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যি টা এখন প্রমাণ করতে হয়।
তাই তো আজ সত্যির চোখে জল!
সত্যি দুঃখ করে হৃদয়ে রক্ত ক্ষরণ হলেও বুকভরা কষ্ট চেপে রাখতে না পেরে ঢুকরে কেঁদে বলে উঠলো-
সৎ পথে চলো, অসৎ পথে নয়,
চোখের যেনা, মনের যেনা, স্পর্শের যেনা করবে সবাই লুটবে মনের মজা।
মোবাইলে বলবে রসের কথা,,,।
চেটিং করবে সময় কাটাতে সাময়িক আনন্দ পেতে
আর সেই আনন্দে মিষ্টিমুখের চাহনি দেখে প্রেমে পড়বে সবাই
কিন্তু ভাবিনা আমরা পরকালে আমার শাস্তির ভাগীদার কেউ নয়!
আমার ভুলের, আমার পাপের শাস্তি পেতে হবে অন্ততকাল আমাকেই,,,।
সময় যদি কাটাতই হয়, চেটিং যদি করতেই হয় করো পিতা-মাতা, ভাইবোন বা স্বামীর সাথে।
পরিবারের সাথে করবে বিরোধ, থাকবে গোমড়া মুখে বসে।
বন্ধুদের সাথে মায়ায় ভরা ঠোঁটে অপরুপা চোখে না তাকিয়ে তাকাও স্বামীর দিকে।
স্বামীর সাথে আড্ডা দিলে মায়াবী চাহনিতে তাকিয়ে রইলে হবে নেকীর পাল্লা ভারী। আল্লাহ মোদের খুশী হবেন। শান্তি পাবেন স্বামী,,,,।
স্বামীকে ঠকিয়ে পরপুরুষকে সময় দিলে পুরস্কার স্বরুপ মিলবে জাহান্নামের মহা শাস্তি।
মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যি টা এখন প্রমাণ করতে হয়। তাইতো আর কাঁদব না বলে বোবা হয়ে রয়,,,,
Devoloped By WOOHOSTBD