বাংলাদেশের শেষ সীমান্তে কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ একটি থানা দৌলতপুর। প্রশাসনিক হিসেবে দৌলতপুর থানা গঠিত হয় ১৯৫৪ সালে , এবং ১৯৮৩ সালে দৌলতপুর থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর দৌলতপুরে মুক্তিবাহিনী ও পাক হানাদার বাহিনীর মধ্যে একটি লড়াই সংঘটিত হয়। এতে বহু লোক হতাহত হয়। দৌলতপুর উপজেলায় মুক্তিযুদ্ধের সময়কার ৬টি গণ কবর রয়েছে।
উক্ত উপজেলার আয়তন: ৪৬৮.৭৬ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫২´ থেকে ২৪°১২´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪২´ থেকে ৮৮°৫৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বাঘা এবং লালপুর উপজেলা, দক্ষিণে গাংনী এবং মিরপুর উপজেলা, পূর্বে ভেড়ামারা এবং মিরপুর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
জনসংখ্যা ৪৪৩৬৫৫; পুরুষ ২২৮০৩২, মহিলা ২১৫৬২৩
জলাশয় গঙ্গা ও মাথাভাঙ্গা নদী এবং কালুয়া বিল, পঙ্খীর বিল, বোয়ালিয়া বিল ও ফকিরধরা বিল উল্লেখযোগ্য। দৌলতপুর উপজেলা কে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবং দৌলতপুর থানা কে নতুন রুপে সজ্জিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ( ওসি)।
Devoloped By WOOHOSTBD