সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করে ফেরার পথে মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার বংশীকুন্ডা বাজারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিলি করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।কর্মসূচি পালনের পর তাহিরপুরে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন।তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল বাজার যাওয়ার পরে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের জানান,তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD