আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার তফসিল ঘোষণা হওয়ার পরে মতিয়ার হাজরার পক্ষে গণসংযোগ করছেন এলাকাবাসী।
আজ রবিবার বিকালে মতিয়ার হাজরার পক্ষে সিকিরবাজার, হেলালমার্কেট,পাড়কোনা,পশ্চিম পাড় ব্যাপক গণসংযোগ করছে তার পক্ষের লোকজন। এসময় ভোটারদের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- হজী আব্দুল আজিজ হাজরা,সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী হজরা,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা,হাজী আব্দুর রব হাজরা, হারেজ হাজরা,সেরজন আলী হজরা (বিজু),সবুর হাজরা,হাজী দুলাল হাজরা,লায়েক হাজরা ঝন্টু হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরার ছোট ভাই ও ব্যবসায়ি হাফিজ হাজরা,সাবেক ভিপি হায়দার আলী হাজরা,এনামুল কবির হাজরা,এমদাদুল তালুকদার, সুমন শেখ, দলিল লেখক কামাল গাজী,পিন্টু মিত্র, পলাশ হাজরাসহ এলাকার গন্য-মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD