কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন এর মসলেমপুর গ্রামের এনামুল হক বিদ্যুৎ এর তামাকের অফিস গোডাউন ভাংচুর লুটপাট এবং ফসলের ব্যপক ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি এনামুল হক বিদ্যুৎ এবং এলাকাবাসী সূত্রে জানা যায় গত ৮ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ১ টার দিকে কতিপয় দুর্বৃত্তরা বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে বাড়ির ভিতরে সাতটা রুমের তালা ভেংগে তামাক কাগজ পত্র ও আরো অনেক কিছু লুটপাট করে। একটি বাইক ভাংচুর করাসহ বাড়ির পেছনে দুই বিঘা জমিতে মরিচ স্কাউশ বেগুন সীম এবং পুকুরে মাছ লুটপাট এ নষ্ট করেছে । তিনটা সিসি ক্যামেরা ভেঙ্গেছে এবং ফ্যাক্টরিতে তালা মেরে দখলে রেখে এনামুল হক বিদ্যুৎ এর থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে এবং তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে জানিয়েছেন। এনামুল হক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এই প্রতিবেদক কে জানিয়েছেন। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD