পিয়ারুল ইসলাম –
কুষ্টিয়ার ভেড়ামারায় ফুলকপি চাষীদের মাথায় হাত। কঠোর পরিশ্রম করে চাষ করলেও আজ ভেড়ামারা ভেড়ামারা কাঁচা বাজার পাইকারি ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩ টাকা। কৃষক মান্নান বলেন, গত এক মাস ধরে প্রতিদিনই তিন থেকে চার টাকার মধ্যে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। জমিতে সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করে ফুলকপি উৎপাদন করতে হয়েছে তার ১ ভাগও উঠছে না অপরদিকে
ভ্যান ভাড়া প্রতি কেজিতে এক টাকা করে খরচ পড়ে যায়। অপরদিকে নিজের খাটুনি তো আছেই। কৃষক মান্নান বলেন এ বছর আমাদের ফুলকপির আবাদে ব্যাপক লোকসান হবে।
এখানকার মাটি ও আবহাওয়া সব ধরনের ফসলের উপযোগী। তিনি বলেন, সম্প্রতি বাজারে সবজি‘র ন্যায্য দাম না থাকায় কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কৃষি নির্ভর বাংলাদেশ। দেশের কৃষি খাত কে বাঁচাতে হলে কৃষকদের কে বাঁচাতে হবে।
Devoloped By WOOHOSTBD