কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকালে পাখির পানির পানপাত্র স্হাপন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। শুধু পাখিই নয়, কুকুর বিড়ালসহ অন্যান্য পশুদের জন্য মাটিতে পানির পানপাত্র স্হাপন করার আহবান জানান। তার সুপরামর্শে সেটা করারও চেষ্টা চলমান।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, আসুন আমরা সবাই মিলে পাখিদের বাঁচাতে এগিয়ে আসি,,। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সহযোদ্ধাদের মত আপনারা ও স্ব স্ব এলাকায় একটু এগিয়ে আসলে এই গরমে পশু পাখি পানির তৃষ্ণা মেটাতে পারতো। বেঁচে যেতো তাদের প্রাণ।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের কৃষি সাংবাদিক গাছ বন্ধু খ্যাত পিয়ারুল ইসলাম এর সার্বিক প্রচেষ্টায় এই আয়োজন। তিনি গাছ থেকে পেরেক তোলা থেকে শুরু করে নানা ফিস্টন ও অপসারণ করে চলেছেন দীর্ঘদিন ধরে। পিয়ারুল ইসলাম এ পর্যন্ত প্রায় ৩০ হাজার বৃক্ষ রোপণ করেছেন।
হে আল্লাহ তুমি পানির কষ্ট থেকে আমাদের সহ তোমার সৃষ্ট সকলকে হেফাজত করো। আমিন।