ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদা না
দেওয়ায় হানিফ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায় গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়াস্থ সোনালী বিড়ি ফ্যাক্টরীর সামনে হাইরোড সংলগ্ন বিকাশ ও ভ্যারাইটিজ মালামালের ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
সাতবাড়ীয়াস্থ সোনালী বিড়ি ফ্যাক্টরী এলাকার মৃত
গাজিমুদ্দীনের ছেলে মোঃ বাদশা (৩৫) একই এলাকার মৃত আবুল কাশেমের পূত্র বিকাশ ও ভ্যারাইটিজ ব্যবসায়ী মোঃ আবু হানিফের কাছ থেকে ১মাস পূর্বে থেকেই নগদ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। এরই জের ধরে গত ০৮/০২/২৩ ইং তারিখে আবার ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে বাদশা।
ব্যবসায়ী আবু হানিফ চাঁদার টাকা দিতে অস্বীকৃতি
জানালে, বাদশার হাতে থাকা লোহার হাতুড়ী দিয়ে
হানিফকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম অংশ আঘাত
করলে মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়ে
হাসপাতালে ভর্তি হয় ব্যবসায়ী। ক্ষতস্থানে ব্যবসায়ীর
চারটি সেলাই পড়ে। এদিকে বাদশা উক্ত পর
মধ্যে হানিফের ব্যবসায়ের ক্যাশ ড্রয়ারে থাকা বিকাশ
ও নগদ এজেন্টের গচ্ছিত নগদ ৯০ হাজার টাকা ছিনতায় করে নেয়।১০ হাজার টাকা ছিনতায় কালে
ব্যবসায়ী আবু হানিফ চাদার টাকা দিতে অস্বীকৃতি
জানালে, বাদশার হাতে থাকা লোহার হাতুড়ী দিয়ে
হানিফকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম অংশ আঘাত
করলে মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়ে
হাসপাতালে ভর্তি হয় ব্যবসায়ী। ক্ষতস্থানে ব্যবসায়ীর
চারটি সেলাই পড়ে। এদিকে বাদশা উক্ত সময়ের
মধ্যে হানিফের ব্যবসায়ের ক্যাশ ড্রয়ারে থাকা বিকাশ
ও নগদ এজেন্টের গচ্ছিত নগদ ৯০ হাজার টাকা
ছিনতাই করে নেয়। ৯০ হাজার টাকা ছিনতাই কালে
ব্যবসায়ী হানিফ আবারো বাধা দিলে বাদশা আবারো
লোহার হাতুড়ী দিয়ে হানিফের পিঠের বাম অংশে
আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত হানিফকে
স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। পরে তিনি সেখান থেকে
চিকিৎসা নিয়ে ভেড়ামারা থানায় মামলা করার জন্য
গিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে ভেড়ামারা
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম
বলেন, এই বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ
পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Devoloped By WOOHOSTBD