ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন কর্তৃক ১০ জন শারীরিক প্রতিবন্ধী শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আধুনিকমানের হুইল চেয়ার বিতরণ করলেন মালদ্বীপ প্রবাসী সমাজসেবক জীবন রহমান মোহন।
আজ শনিবার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে মালদ্বীপ প্রবাসী সমাজ সেবক জীবন রহমান মোহন এর উদ্যোগে ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীব্যক্তিদের মাঝে আধুনিক ও উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকলাঙ্গ, চলচ্ছক্তিহীন অটিজম শিশু ও নারী -পুরুষেরা এই হুইল চেয়ার পান। ইতিপূর্বে ও জীবন রহমান মোহন ও একটি মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এলাকায় হুইলচেয়ার বিতরণ করেছে এবং অন্যান্য সমাজ সেবায় অবদান রেখেছে।
তারই ধারাবাহিকতায় আজ ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এই হুইলচেয়ার প্রাপ্ত হয়ে নিজেদেরকে ধন্য মনে করছেন। তাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে আনন্দের চিহ্ন। হুইলচেয়ার পেয়ে আজ তারা বেজায় খুশি। অনুষ্ঠান স্থলে তারা এলো মাটিতে ছেচড়ে হাতের উপরে ভর করে অনেক কষ্ট করে। কিন্তু অনুষ্ঠান থেকে যাওয়ার সময় তারা সবাই নিজ নিজ হুইলচেয়ারে করে নতুন এক জীবন লাভের মত সন্তুষ্ট চিত্তে তাদের নিজ নিজ বাড়ির দিকে রওনা হন।
এ দৃশ্য দেখে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত এবং আশেপাশের লোকজন দারুন বিমোহিত হন। ভেড়ামারার কৃতি সন্তান মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন করোনা কালীন দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। এছাড়া সমাজের জন্য জীবন রহমান মোহন আরো অনেক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বিভিন্ন সময়ে তার এই ধারাবাহিক সমাজ সেবামূলক কর্মকাণ্ড স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা গণসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা পেয়েছে।
জীবন রহমান মোহন এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় জানান, ভবিষ্যতেও তিনি এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
হুইলচেয়ার বিতরণী অনুষ্ঠানে ফয়জুল ইসলাম মিলন, মনোয়ার হোসেন মারুফ, ওমর ফারুক, সাংবাদিক ইয়ামিন হোসেন, মাহমুদুল হাসান চন্দন, রোহানুজ্জামান, তূর্য হাসান, মিফতা, মিথুন, কানন প্রমুখ সাংবাদিকগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD