ভেড়ামারা প্রতিনিধি – আজ বিকাল ৪টায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় এমএবি এন্টারপ্রাইজ ২ গোল করেন,প্রতিপক্ষ মেহেরুল স্মৃতি সংঘ ০। এমএবি এন্টারপ্রাইজ বিজয়ী হয়েছেন, রানার্সআপ হয়েছেন মেহেরুল স্মৃতি সংঘ।
আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা দৌলতপুর সার্কেল মুরাদ হোসেন, সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার একাধিক বার নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আতাউর রহমান নায়েব, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাসান বিন মাহমুদ ঝন্টু, কোষাধ্যক্ষ খসরুজ্জামান ফারুক, আতিকুজ্জামান পিন্টু, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র নাইমুল হক, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি আকাশ কুমার কুন্ডু বলেন, খেলাধুলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকতে পারি, তাই যুব সমাজ কে খেলাধুলায় ফিরে আসতে আহবান জানান।
মিডিয়া পার্টনার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, শরীরচর্চা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। । খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।
খেলায় মিডিয়া পার্টনার হিসেবে পুরস্কার পেয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, ম্যান অফ দ্যা ম্যাচ এম এ বি এন্টারপ্রাইজ এর সিয়াম, সেরা গোলরক্ষক এন এ বি এন্টারপ্রাইজ এর কুইন, সর্বোচ্চ গোলদাতা এম এ বি এন্টারপ্রাইজ এর দর্পণ, টুর্নামেন্টের সেরা গোলদাতা ভেড়ামারা সিটির জাহিদ, সেরা দর্শকের পুরস্কার অর্জন করেন, সাতবাড়িয়া সফের মন্ডল, সেরা উদীয়মান খেলোয়াড় এম এ বি এন্টারপ্রাইজ এর কিরণ, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এম এ বি এন্টারপ্রাইজ এর দর্পণ।
মিডিয়া পার্টনার এর পক্ষে লাইভ প্রচার করেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ ও দৈনিক সত্যের দর্পণের সম্পাদক জাকির হোসেন মিথুন প্রমুখ।
টুর্নামেন্ট’র খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
ম্যাচ অব দা ম্যান এর পুরস্কার বিতরণ করেন ফিটনেস ক্লাব জিম।
Devoloped By WOOHOSTBD