ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারার বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ত্যাগী নেতা শফিকুল ইসলাম কুব্বাত এর বড় ছেলে শরিফুজ্জামান নবাব এর ক্রয়কৃত ধরমপুর ইউনিয়নের রামচন্দ্র পুর মাঠের ৪ বিঘা আবাদি জমির ২০০ কাঁদ কলা রাতের আধাঁরে কে বা কারা গত ১৭-৬-২৩ ইং তারিখে চুরি করে কেটে নিয়ে গেছে, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা। পার্শবর্তী ইউনিয়নের প্রান্তিক চাষী ডালু মিয়া জানান আমি বিভিন্ন লোকের কাছথেকে ধার দেনা করে বাৎসরিক লিজ নিয়ে এই কলার বাগান তৈরি করে ছিলাম। কে বা যাহারা এই চুরির সঙ্গে জড়িত আমি তাদেরকে আইনের আওতায় আনতে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি। শরিফুজ্জামান নবাব বলেন, কিছুদিন আগে আমার অফিস ভাংচুর হয়, আবার এবার কলা চুরি। কলা চোর যেই হোক তদন্ত সাপেক্ষে প্রকৃত চোর এবং তাদের মদদদাতা ব্যক্তিদের কে সনাক্ত করে তাদের শাস্তি কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD