সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবার নির্বাচিত সদস্য বাগুয়া নিবাসী লোকমান হেকিম এর মূত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাতে তিনি নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন।মূত্যুর সময়ে তার বয়স ছিল প্রায় শত বছর।তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী দুনিয়ায় রেখে গেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১ টায় সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ দুলাল, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দি, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান ও মহিবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সদর মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুল আজিজ প্রমুখ। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের ভাতিজা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী।প্রায় হাজারো মানুষের অংশগ্রহণে মরহুম লোকমান হাকিমের জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে বাগুয়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
Devoloped By WOOHOSTBD