মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে বালতির পানিতে ডুবে অলি উল্লাহ (০১) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩১ জুলাই (সোমবার) আড়াইটার সময় উপজেলার সদর ইউনিয়নের শালিয়ানী গ্রামে সামির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটির বাবা-মা শিশুটিকে বারান্দায় রেখে গৃহস্থালির কাজ করছিল। পাশে থাকা পানি ভর্তি একটি বালতিতে খেলার একপর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরের দিকে গিয়ে শিশু অলি উল্লাহ’র মৃত্যু হয়েছে। শিশু অলি উল্লাহ’র মা শিশুটির মাথা নিচ দিকে দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সদরে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে আসে।স্থানীয় চিকিৎসক শিশু অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন।
Devoloped By WOOHOSTBD