বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠী কে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন শাখা কৃষক দলের উদ্যোগে ২৬ জানুয়ারি রোজ রবিবার বিকেল চার ঘটিকার সময় কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সমব্যায় বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি মোঃ জুলফিকার আলি ভুট্টো , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান সুমন ( কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক)এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম ( কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব) মোঃ আরিফুর রহমান নান্নু ( দৌলতপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক) অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মোঃ রুহুল আমিন ( দৌলতপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব) , ও মোঃ জিল্লুর রহমান ফরাজি ( দৌলতপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক) । কৃষকদের সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা তাদের ভিতরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনাব মোঃ তারেক রহমানের নির্দেশনায় তিন মাস ব্যাপী সকল ইউনিয়ন নেতৃবৃন্দের নেতৃত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD