তৃণমূল বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। প্যারিসের অভিজাত এক রেষ্টুরেন্টে তৃণমূল বিএনপি ইউরোপীয় ইউনিয়ন শাখার উদ্যোগে প্রচারনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি হায়দার আলী বেপারী।
সাধারন সম্পাদক মোঃ শাহীন মিয়ার পরিচালনায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান অন্তরা হুদা, মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার।
এসময় তারা প্রবাসে থাকা বাংলাদেশীদের দেশে থাকা তাদের আত্বীয় স্বজনদের তৃণমূল বিএনপির সোনালী আশ মার্কায় ভোট দিয়ে দেশে আইনের সুশাষন ফিরিয়ে আনার সুযোগ দিতে অনুরোধ জানান। এছাড়াও তৃণমূল বিএনপির ভবিষ্যত রাজনীতির পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনটির ফ্রান্স শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান এবং ইউরোপীয় ইউনিয়নের সাংগঠিক সম্পাদক আতিকুর রহমান।
বক্তরা উল্লেখ করেন, মরহুম ব্যারিষ্টার নাজমুল হুদার হাতে গড়া এই সংগঠন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। এবারের নির্বাচনের ভোটের মাধ্যমে তাদের সকল প্রতিনিধিকে যেনো নির্বাচিত করা হয়। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন থেকে দলের সকল কর্মান্ডের সাথে ঐক্যমত পোষন করেন সংগঠনটির সভাপতি হায়দার আলী বেপারী।
Devoloped By WOOHOSTBD