ফরিদপুর জেলা প্রতিনিধি
ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায়।
ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপ- পরিচালক মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা মডেল মসজিদ প্রাঙ্গনে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ এ সময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছিল। আজ তারই যোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে চলমান রয়েছে।
কতিপয় স্বাধীনতা বিরোধী শক্তি সব সময়ই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও শান্তি শৃঙ্খলা বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে,আমাদেরকে এই সব অপ শক্তির হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাচাঁতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে হবে।
Devoloped By WOOHOSTBD