নিজস্ব প্রতিবেদকঃ প্রতিবন্ধী অটো চালক রিপন। আয়ের একমাত্র সম্বল – এই অটো বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত কারণে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। চরম বিপাকে পড়ে রিপন। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা।
অসহায় রিপনের পাশে দাঁড়ালেন -শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম মনি। অটো টি মেরামতের উদ্যোগ নেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন এই মেরামত কার্যক্রম তদারকি করেন।
গত রবিবার (২২ অক্টোবর) মেরামত করা অটো টি রিপন কে হস্তান্তর করা হয়েছে। এসময় রিপনের পরিবারের সদস্য, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক আসিফ এই প্রতিবেদক কে জানান, রিপনের অটো স্টার্ট হলো,অটোর চাকা ঘুরছে। রিপনের চোখে তখন আনন্দের অশ্রু। কেননা সংসারের চাকাও সচল হলো।
পুনরায় অটো পেয়ে রিপনের মুখে হাসি ফুটল। প্রকৌশলী মনিরুল ইসলাম মনি’র এই মানবিক উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। প্রকৌশলী মনিরুল সকলের দোয়া প্রার্থী।
Devoloped By WOOHOSTBD