মীর আব্দুর রাজ্জাক –
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার বিট পুলিশিং সভা ও তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়
রেলওয়ে বা ট্রেনে ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক। যাত্রীসাধারণের নিরাপত্তা দিতে চলার পথ সহজ করতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে চলেছে। গতকাল সকালে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে পুলিশের দায়িত্ব পালনে যাত্রী সাধারণ ও বিট পুলিশিং এর ভূমিকা শীর্ষক আলোচনা ও তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়। জিআরপি থানার ওসি এমদাদুল হক‘র সভাপতিত্বে এসআই সৌমেন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মজনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রিন্সিপ্যাল রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান আনোয়ারুজ্জামান মজনু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুবক্কর সিদ্দিক, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি সদস্য সেলিম হাসান, সাবেক ওসি মো: জাকির হোসেন ও সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, সহকারি ষ্টেশন মাষ্টার মধূসুদন বিশ^াস, পোড়াদহ হাই স্কুলের প্রধান শিক্ষক আসলাম হোসেন, সমাজসেবক নূর ইসলাম, ইউপি সদস্যা নাছিমা খাতুন, আরএনবি, আরএসবি‘র সদস্যবৃন্দসহ ষ্টেশনের স্টলকিপার ও যাত্রীসাধারণ। বক্তাগণ বলেন, পুলিশকে তথ্য দিবেন ও তথ্য বা সহায়তা নিবেন। আইন জানবেন, মানবেন ও মানতে উৎসাহিত করবেন। মাদক, ধূমপান, চোরাচালান, অজ্ঞানপার্টি, মলমপার্টি, চুরি, ছিনতাই, পকেটমার, প্রতারণা, নারী ও শিশু নির্যাতন রোধ, কিশোর অপরাধ, ইভটিজিং রোধ, পাথর নিক্ষেপ, মানবপাচার, প্লাটফর্মে মটর বাইক না চালানো ইত্যাদি সংক্রান্ত আইন জানা ও মানা এবং এব্যাপারে প্রোএক্টিভ, এক্টিভ ও রিএক্টিভ জানা ও বাস্তবায়নে সহায়তা করা সবার দায়িত্ব। প্রতিটি ফ্লাটফরমে পাবলিট টয়লেট জরুরী যার দাবি সবার সেব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। বসার জন্য স্টিলের বেঞ্চ সরকারি ও স্থানীয়ভাবে করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা। রেললাইনের উপরে ও সংলগ্ন জায়গায় ভেন্ডার না বসা। অপরিচত কাহারও নিকট থেকে কিছু না খাওয়া। চলার পথে অপরিচিত কাহারও নিকট নিজের গন্তব্য ও অর্থ সম্পদের কথা না বলা। চলার পথে কাহারও আচরণে সন্দেহ হলে পুলিশকে অবহিত করা। ট্রেনের ছাদে ভ্রমণ না করা। রাত ৯টার পর স্থানীয় বাসিন্দারগণ যেন অযথা ষ্টেশনে অবস্থান না করেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। প্লাটফর্ম মাদক ও ধূমপানমুক্ত রাখার পাশাপাশি মাদক ও ধূমপানের ব্যাপারে কঠোর হুসিয়ারী উচ্চারণ করে প্রধান অতিথি বলেন ইউনিফরম পরিহিত অবস্থায় কোন পুলিশ সদস্য ধূমপান করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে সাফ‘র পক্ষ থেকে ধূমপান ও মাদক বিরোধী লিফলেট ও স্টিকার প্রদান করা হয়।
Devoloped By WOOHOSTBD