রিয়াজ উদ্দিন, কক্সবাজার থেকে –
কক্সবাজার সদরের পি এম খালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় এক নবজাতক শিশুকে ঝোপঝাড়ে রেখে পালিয়ে যায় নরপিশাচু মা।
রবিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় পি এম খালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় পি এম খালী আদর্শ দাখিল মাদ্রাসা ও এতিখানার উত্তর পার্শে¦ বাংলালিংক টাউয়ারের নিচে জোড়ের মধ্যে রেখে যায় এই নিষ্পাপ শিশুটিকে । পরে শিশুর কান্নার আর্তনাদ শুনতে পেয়ে স্থানীরা এগিয়ে আসেন এবং ঐ ময়লা আবর্জনা ও ঝোপঝাড় থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে।
স্থানীদের মতে, কিছু কুচক্রি মহল এসব অনৈতিক কাজ ও পরকীয়া করে সমাজের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য এসব অনৈতিক কাজ করে থাকে বলে জানিয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, এর আগেও এইরকম পরকীয়া করে বাচ্চা প্রসবের পর কোনরূপ রেহাই না পেয়ে বাচ্চা ফেলে চলে যায়।
স্থানীয়রা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন এসব সিন্ডিকেটদের গ্রেফতার করে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য। নবজাতক শিশুটিকে নিয়ে যায় পশ্চিম জুমছড়ি এলাকার অটোরিকশা চালক নুরুল আলম।
Devoloped By WOOHOSTBD