প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে জেলার অসহায় দুঃস্থ মহিলাদের মধ্যে ৪২টি সেলাই মেশিন বিতরণ করেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হুসাইনের সঞ্চালনায় ও জেলা নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের পাশাপাশি সব সময় অসহায়, দুঃস্থ মানুষের সহযোগিতা করে থাকে।
তিনি বলেন, প্রান্ত্রিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ ঘটলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে । সামাজিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায়, দু:স্থদের আত্মকর্মসংস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ফলে আমরা সেলাই মেশিন, মোটর চালিত ভ্যান গাড়ি বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি।
এছাড়া যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায় আমরা সব সময় সবার পাশে থাকি। সেলাই মেশিন গ্রহণের ইচ্ছুক মহিলাদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, মেশিনগুলো যত্নসহকারে ব্যবহার করবেন এবং আত্মকর্মসংস্থানেই কাজে লাগাবেন, এছাড়া অন্য কিছু করবেন না। প্রধান অতিথি সেলাই মেশিন গ্রহীতাদের কুরআন ও হাদিস আলোকে নিজের জীবন পরিচালিত করার আহ্বান জানান।
Devoloped By WOOHOSTBD