পাঁচবিবিতে বিষমুক্ত লতি উৎপাদনের লক্ষে পানি কচুর সাধারণ কাটুই পোকা দমনের জন্য চাষিদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউড, সেউজগাড়ী বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলার লতি উৎপাদনের প্রাণকেন্দ্র পাটাবুকা গ্রামে সুইজগেট পাড়ার মরহুম দূর্লভ মন্ডলের বাড়ির উঠানে এই ফাঁদ বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র, সেউজগাড়ী বগুড়ার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বারি) ড. মোঃ তৌহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন উক্ত কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা (বারি) মৌসুমী সুলতানা, জয়পুরহাট বহুস্থানিক গবেষনা এলাকার বৈজ্ঞানিক সহকারী রেশাবুল হক, সহ এলাকার কৃষক আজিজার রহমান, সিরাজুল ইসলাম, মজিবর রহমান, নাজমুল, আব্দুল জলিল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Devoloped By WOOHOSTBD