জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নের ডহুরিয়া এলাকার ইউনুস আলীর বাঁশবাগানে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শামসুদ্দীনের ছেলে ইউনুস আলী (৫০), হায়দার আলীর ছেলে জিয়ারুল হক (৪৫), মন্তাজ আলীর ছেলে হান্নান আলী (৪৬), মতারজ আলীর ছেলে সোজাউল হক (৪১), সাইদুর রহমান (৪৫), নছি মদ্দিনের এর ছেলে আজাদ মিয়া (৫৫), মোজাম্মেল হকের ছেলে সাইদুর রহমান (৫০)।পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জুয়াড়ীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জয়পুরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD