পাঁচবিবিতে জাকেরপার্টির বিশাল ইসলামী জালসা অনুষ্ঠিত
Muntu Rahman
/ ৩৫
Time View
Update :
সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
Share
দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা বাগজানা স্কুল মাঠে জাকেরপার্টির পবিত্র আজিমুশ্বান ইসলামী জ্বলসা অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা জাকেরপার্টির আয়োজনে রবিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইসলামী জলছায় বিভিন্ন বক্তা কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন।
জ্বলসার আয়োজনে ছিলেন পাঁচবিবির কুটাহারা গ্রামের নজরুল ইসলাম শেখ। জাকেরপার্টির জলছায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা জাকেরপার্টির সভাপতি মাওঃ মোঃ নূর হোসেন। জলছায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জাকেরপার্টির সভাপতি ফয়সাল বিন শফিক ছনি। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদার। মাই টিভির ইসলামী আলোচক মোঃ রজব আলী মাছুম জিহাদী, জালসায় প্রধান বক্তা ছিলেন। এছাড়া মোঃ খাইরুল ইসলাম বুলবুলি ও মোঃ বায়েজিদ হাসান সহ স্থানীয় অনেক বক্তাগন জলছায় উপস্থিত মুসল্লিদের উদ্যেশে দ্বীন ও আখেরাতের কথা বলেন।