জয়পুরহাটের পাঁচবিবি আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকালে আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট হলরুমে ২’মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ মীর জাহেরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসুচীর প্রকল্প পরিচালক ডঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক (বগুড়া) ডঃ মোঃ মুনসুর রহমান ও সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসুচীর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল হক। ইলেকট্রিক্যাল ইন্সটললেশন এন্ড মেইনটেন্যান্স ও সুইং মেশিন অপারেশন বিষয়ে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। সফলতার সহিত প্রশিক্ষণ সমাপ্ত করায় পরিশেষে সকল শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
Devoloped By WOOHOSTBD