আমরা অটোবাইক ও অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ কর্মী আমরা পটুয়াখালীর এই জনপদে অনেক বছর যাবৎ অটোরিকশা চালিয়ে আমাদের জীবন নির্বাহ করি।মোঃ গণি হাওলাদার আমাদের সভাপতি ও মোঃ শাহীন তালুকদার সাধারণ সম্পাদক। পটুয়াখালীতে অনেক শ্রমিক সংগঠন আছে কিন্তু তাঁরা শ্রমিকদের জন্য কে কি করেছেন? কিন্তু আমাদের সংগঠনের নেতা আমাদের জন্য সর্বোচ্চ শ্রম দিয়ে আমাদের সুখে-দুঃখে ছিলেন আছে থাকবে ইনশাআল্লাহ। গত ২৭-০৩-২০২৪ তারিখে কিছু জনপ্রিয়তাহীন কথিত শ্রমিক নেতা আমাদের অটোবাইক ও অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি মোঃ গণি হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন তালুকদার এর নামে জেলা পুলিশ সুপার বরাবর চাঁদাবাজী ও নৈরাজ্যের অভিযোগ দিয়েছে আমরা পটুয়াখালী জেলা অটোবাইক ও অটোরিকশা শ্রমিক লীগ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যে স্টিকারের কথা তাঁরা বলে সেটা আমাদেরকে দিয়েছে আমাদের সচেতনতার জন্য কোন টাকা -পয়সার বিনিময়ে না। যাহারা আজকে গণি এবং শাহীন ভাইয়ের নামে অভিযোগ করছে তাঁরাই বিগত দিনে আমাদের কাছে চাঁদা দাবি করেছিলো কিন্তু এই গণি শাহীনের কারণে তা পারেনি তাই এখন গণি ও শাহীনকে হয়রানি করার জন্য তাঁরা এগুলো করছে।
এবিষয়ে পটুয়াখালী জেলা অটোবাইক ও অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি মোঃ গণি হাওলাদার বলেন আমার সংগঠনের শ্রমিকগণ যা বলে সেটাই সত্য কারণ আমি এবং সাধারণ সম্পাদক এই হাইওয়ে অটোবাইক ও অটোরিকশা চালানোর জন্য অনেক যুদ্ধ করেছি কিন্তু কোন শ্রমিক বলতে পারবে না আমি বা সাধারণ সম্পাদক এক টাকা কারো কাছে চেয়েছি।
সাধারণ সম্পাদক মোঃ শাহীন তালুকদার বলেন যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাঁরা আমাকে অনেক জালাতন করতো শ্রমিকদের কাছ থেকে চাঁদা উঠানোর জন্য কিন্তু আমি সত্যতার সঙ্গে আমার দায়িত্ব পালন করছি। আমি এবং আমার সভাপতি কোন নৈরাজ্য করিনি যে অভিযোগ করা হয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমার সংগঠনের সকলের সাথে আলোচনা করে এ ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ।
Devoloped By WOOHOSTBD