ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী ৫নং সুবিদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহান হাওলাদার এর স্মৃতি স্বরনে আয়োজিত হয়েছিলো “মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যান শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪” এ খেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকার ১২ টি দল। সর্বশেষ ফাইনালে পৌঁছে ২ টি দল খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে “তালতলা কিংস”। রানার্সআপ হয়েছেন “কামদেবপুর বয়েস”। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছেন ৩২” ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দল পেয়েছেন ২৪” ইঞ্চি এল ইডি কালার টেলিভিশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম সুমন মুন্সী,
খুলনা মডেল থানার অফিসার ইনচার্জ ,জনাব নুরুল ইসলাম বাদল তালুকদার,
সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিকদার, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনির তালুকদার, মো: লিটন মোল্লা সভাপতি সুবিদপুর ইউনিয়ন যুবদল। মোঃ মিলন খান, যুগ্ন আহবায়ক সুবিদপুর ইউনিয়ন যুবলীগ, মো: রুবেল হাওলাদার সমাজসেবক, মোঃ আমিন তালুকদার যুগ্ম আহবায়ক ইউনিয়ন যুবলীগ, শহীদ তালুকদার, বাবুল হাওলাদার, মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যানের বড় ছেলে হাফেজ ওয়ালীউল্লাহ ও মেজো ছেলে সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত খেলা আয়োজন করেন মরহুম আ: ছোবাহান চেয়ারম্যান এর সুযোগ্য ছোট ছেলে বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য এম এম বিল্লাহ (শুভ)।
শুভ বলেন আমার বাবা ছিলেন একজন সাদা মনের মানুষ এবং একজন সফল চেয়ারম্যান। আমরা তার সন্তান হিসেবে তার স্মৃতিকে স্বরন রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এবং সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল দল ও সুবিদপুর ইউনিয়ন বাসীকে। সবার প্রচেষ্টায় সফল ভাবে শেষ করেছি সকলের সহযোগিতা থাকলে প্রতিবছরই এমন টুর্নামেন্টের আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আমার বাবা মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যান রুহের মাগফেরাত কামনায় দোয়া চাই।
Devoloped By WOOHOSTBD