নওগাঁয় নাট্যাচার্য ড.সেলিম আল দীন এর ১৬তম প্রয়াণ দিবস পালন
Muntu Rahman
/ ১১১
Time View
Update :
সোমবার, ১ এপ্রিল, ২০২৪
Share
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:
আজ সন্ধ্যা ৭টায় নওগাঁ থিয়েটার, নওগাঁ আয়োজিত কার্যালয়ে নাট্যাচার্য ড.সেলিম আল দীন এর ১৬তম প্রয়াণ দিবস জনাব প্রানতোষ সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান এর শুরুতেই প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন,লিখিত জীবনী পাঠ করেন যুগ্ম আহবায়ক জনাব শাকিব ইসলাম কাজল, বাসন নাটক থেকে পাঠ করেন আহবায়ক কমিটির অন্যতম সদস্যা জান্নাতুল ফেরদৌস মুন্নী।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন যুগ্ম আহবায়ক জনাব ফজলে মাহমুদ চাঁদ, আহবায়ক কমিটির সদস্য জনাব শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন সদস্যসচিব জনাব খাদেমুল ইসলাম।