নওগাঁর মান্দায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। শুক্রবার (২৯ ফেব্রুয়ারী ) ভোর আনুমানিক ৬টার দিকে মান্দা উপজেলার নুরুল্যবাদ ইউনিয়নের করাতীপাড়া গ্রামে মোহাম্মদ আলীর ছেলে আকরাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৬টার দিকে আকরাম হোসেনের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ঘটনায় ছয় পরিবারের অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
ক্ষতিগ্রস্থ আকরাম হোসেন বলেন, আগুনে আমার পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় আমার পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
এব্যাপারে নুরুল্যাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে।
Devoloped By WOOHOSTBD