নওগাঁ প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধি এই স্লোগান কে সামনে রেখে
২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে ফসলের বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ লক্ষ্যে বাস্তবায়িত প্রদর্শনী সমূহের মাঠ দিবসের কর্মসূচী হিসাবে নওগাঁর বদলগাছীতে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১০ ই অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ টায় নওগাঁর বদলগাছী উপজেলা সদরের সদর ইউপির শেরপুর (বল্ক) গ্রামে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুলাহ আল মুতি,কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজুল ইসলাম, ও উক্ত (বল্কের) কৃষক ও শতাধিক গ্রামবাসী।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১০৩ প্রকার ধানের জন্ম হয়েছে যে এলাকায় যে ধান ভালো হয় সে ধান চাষ করবেন এবং ধান চাষের পাশাপাশি সরিষাচাষ করেবেন।
কৃষি প্রর্দশনী হিসেবে ব্রি ৮২ ধান চাষ করেন শেরপুর গ্রামের মীর ইসমাইল হোসেনের ছেলে কৃষক সোহরাব হোসেন।তিনি ১ বিঘা জমিতে ব্রি ৮২ ধান ধান চাষ করেন।
এবিষয়ে কৃষক সেহরাব হোসেন জানান, এই ধানের ফলন আশানুরূপ ভালো তবে বাজার মূল্য একটু কম। অন্যন্যা ধানের চাইতে রোগবালাই অনেক কম।
Devoloped By WOOHOSTBD