নওগাঁ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জাসদের মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। এরআগে, গত ১৮ নভেম্বর বিকেল ৩টা থেকে জাসদের মনোনয়নপ্রত্যাশীরা দলীয় কার্যালয়ে এসে এবং অনলাইনে নির্ধারিত পাঁচ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চার দিনে বিভিন্ন আসনের বিপরীতে দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন।
নওগাঁ জেলার ছয়টি আসনে জাসদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
নওগাঁ-১ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শাহজাহান, নওগাঁ-২ বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, নওগাঁ-৩ বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, নওগাঁ-৪ অ্যাডভোকেট মো. রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল,
বৃহস্পতিবার সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
Devoloped By WOOHOSTBD