দৌলতপুর প্রতিনিধি
দীর্ঘদিনের ভোগান্তির এক নাম ছিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিস। জেলার সবচাইতে বৃহৎ উপজেলা দৌলতপুর। দৌলতপুরের এই সরকারী দপ্তরটিতে একসময় সাধারণ জনগণের ভোগান্তির শেষ ছিল না। অতীতে এই অফিসটি নিয়ে আলোচনা সমালোচনাও ছিল চোখে পড়ার মতো। কিন্তু বর্তমানে অনেকটাই স্বচ্ছতা নিয়ে রেজিস্ট্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই দপ্তরটি।
সাব রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের দাবি বেশ কিছুদিন হলো এই সরকারি দপ্তরটি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস নিয়ে মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে যেসব বিষয় উপস্থাপন করা হয়েছে বাস্তবের সাথে সেটার কোন মিল নেই।
দৌলতপুর দলিল লেখক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন জানান দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস নিয়ে ষড়যন্ত্রের ঘটনা নতুন কিছু নয়। এই অফিসটি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করার কারণে বিগত ২০২১ সালের জানুয়ারি থেকে প্রায় ছয় সাত মাস দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ছিল। যাতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার দলিল পেন্ডিং হয়ে পড়েছিল। রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ থাকার কারণে আমরা দলিল লেখকরা অর্থ অভাবে মানবতার জীবন যাপন করেছি। সেই সাথে এই দৌলতপুর উপজেলা বাজারের যারা ব্যাবসিক আছেন তাদেরও দীর্ঘদিন অফিসটি না চলার কারণে দোকানপাট বন্ধ ছিল। সে কারণে তারাও মানবতার জীবন যাপন করেছে। তাছাড়াও এই অফিসটিতে সেবা নিতে আসা সেবা প্রার্থীরাও চরম ভোগান্তির মাঝে পড়েছিল। স্থানীয় সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন সহ আওয়ামী লীগ নেতাদের প্রচেষ্টায় অফিসটি পুনরায় চালু হয়। এতে এই উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। তিনি আরো বলেন বেশ কিছুদিন ধরে একটি জিনিস লক্ষ্য করছি সাংবাদিক পরিচয়ে বেশ কিছু মানুষ আমাদের কাছে এসে অনৈতিক সুবিধার দাবি করেন। যেটা আমরা তাদের দিতে পারি নাই এছাড়াও একটি মহল অনৈতিক সুবিধা না পেয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের দলিল লেখক ও দৌলতপুর সাব দৃষ্টির অফিস নিয়ে তারা অনলাইন নিউজ পোর্টালে মিথ্যাচার নিউজ করিয়েছে , যেটা বাস্তবের সাথে কোন মিল নেই।
এ বিষয়ে দৌলতপুরের সাব রেজিস্টার আনোয়ার হোসেনের মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন আপনারা জানেন দীর্ঘদিন অফিসটিতে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ছিল। আমি যোগদান করে স্বচ্ছতার শহীদ অফিসটি পরিচালনা করছে। কিন্তু স্থানীয় একটি মহল অবৈধ সুবিধা চেয়ে তা থেকে বঞ্চিত হওয়ার কারণে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। যেটার কিঞ্চিত পরিমাণ কোন সত্যতা নেই।
Devoloped By WOOHOSTBD