আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুরে মহ বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়গাংদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৪ এস এস সি ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজনে বন্ধু মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শিক্ষার্থী তরিকুল ইসলাম তারিখ এ-র সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান ও মনিরুল ইসলাম এর সার্বিক পরিচালনায় ২৩ তারিখ সকাল ১১ টার সময় আনন্দ র্যালির মধ্য দিয়ে বন্ধু মিলনমেলা অনুষ্ঠান শুরু হয়। আনন্দ র্যালির বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বড়গাংদিয়া কলেজ মাট ও বাজার প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
এ সময় হাসানুজ্জামান টোকেন, আব্দুস সামাদ খান বাদশা, মঈনুল কবির, নিয়ামত আলী, আনোয়র আলী, সাহিদা খাতুন, সাহানাজ, ইসরাত জাহান রুপা সহ ১৯৯৪ সালের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়গাংদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তরিকুল ইসলাম তারিখ বলেন, আমরা ১৯৯৪ সালের শিক্ষার্থী আজ এক সাথে হয়েছি আমরা যখন ছাত্র ছিলাম তখন বন্ধ বান্ধবী কি এতটা বুঝতে পারতাম না আজ বুঝতে পারছি বন্ধ বান্ধবী সম্পর্ক কত মধুর হয়। আমাদের এই মিলন মেলার মাধ্যমে নতুন প্রজন্মকে বোঝাতে চাই সকলে মিলে মিশে থাকলে পৃথিবীর সকল কিছু সুন্দর হয়।
Devoloped By WOOHOSTBD