আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। রক্তেভেজা ১৫ই আগস্ট। বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে সারাদেশের ন্যায় গভীর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত হয় । স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে উক্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, মন্দিরে, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন। দিবসটি উপলক্ষে দেশব্যাপী আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহাফিল।
Devoloped By WOOHOSTBD