কুষ্টিয়া দৌলতপুরে নাসির গ্রুপ অফ ইন্ড্রাস্টিজ লিমিটেডের আল্লার দর্গায় অবস্থিত, নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির লিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , নাসির বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড । এই তিন ফ্যাক্টরি পারিবারিক কলহে কারনে বন্ধ ঘোষনা করায় শনিবর বিকাল ৪ টার সময় শ্রমিকেরা ফ্যাক্টরির সামনের দৌলতপুর ভেড়ামারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন । এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সকল সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ শেষ করেন।
এ বিষয়ে শ্রমিক, আব্দুর রাজ্জাক, জুয়েল রানা, নাজমুল হক, নাজমা খাতুন, নুরেলা খাতুন বলেন, আমরা দীর্ঘ প্রায় ২৭ বছর যাবত নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আল্লাহ দরকার অবস্থিত সিগারেট,বিড়ি ফ্যাক্টরিতে কর্মরত আছি । আমাদের সাহেব নাসির উদ্দিন বিশ্বাস মারা যাওয়ার পর তার দুই স্ত্রী সম্পদ ভাগাভাগি নিয়ে আজ ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমরা প্রায় ১০ হাজার শ্রমিক এই ফ্যাক্টরিতে কর্মরত আছি আমরা আজ কোথায় যাব। সামনে ঈদ আমাদের পরিবার, বাচ্চাদের নিয়ে আমরা কিভাবে ঈদ করব। তাই পারিবারিক কলহে ফ্যাক্টরি বন্ধ নয় আমরা সুষ্ঠু সমাধান চাই।
এ সময় ফ্যাক্টরিতে মালিক পক্ষে কাউকে পাওয়া যায়নি।
নাসির টোবাকোর প্রোডাকশন ইনচার্জ আবু মুসা বলেন, আমাদের সাহেব মারা যাওয়ার পরে তার দুই স্ত্রী সম্পদ ভাগাভাগি নিয়ে ঝামেলার কারণে আজ প্রায় তিন মাস যাব ফ্যাক্টরির সকল কার্যক্রম বন্ধ আছে। বন্ধ থাকলেও আমাদের ছোট ম্যাডাম আমাদের আজ তিন মাস বেতন দিয়ে আসছেন। আজ হঠাৎ ফোনে জানানো হয়েছে ১ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ থাকবে। এখানে হাজারো শ্রমিক কাজ করে তাই আমরাও চাই বিষয়টির সঠিক সমাধান হোক।
সকল শ্রমিকের দাবি পারিবারিক সমস্যা তারা পারিবারিকভাবে সমাধান করুক আমাদের স্যারের রেখে যাওয়া এই ফ্যাক্টরি ধরে রাখতে ও আমাদের রুটি রুজির স্থান ঠিক রাখতে ফ্যাক্টরি বন্ধ করা না হোক।