কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের প্রবাসী সানের আলীর ১১ বছর বয়সী বালক শাহিন আলী নিখোঁজের ৪ দিন পার হলেও উদ্ধার হয়নাই বলে জানান এলাকাবাসী।
গত (১১ ডিসেম্বর) বিকাল অনুমানিক ৪ টার পরে নিজ বাড়ি থেকে দাদার ব্যবহৃত পাখি ভ্যান গাড়ী নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে নাই শাহিন আলী।
এ বিষয়ে শাহিনের মা কমোলি খাতুন ও নানা নুর ইসলাম বলেন, শাহিন আলী প্রায় দিন বিকালে তার দাদার ব্যবহৃত পাখি ভ্যান গাড়ি ভাড়া মারতে তেকলা বাজারে যায়। গত ১১ ডিসেম্বর বিকালে বের হলে আর বাড়ি ফিরে আসে নাই। আমাদের ধারনা কোন অপহরণকারী পাখি ভ্যান গাড়িটা নেওয়ার জন্য গাড়ি সহ তাকে অপহরণ করেছে। এ বিষয়ে আমরা দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা শাহিনকে অতিদ্রুত উদ্ধার চাই।
এ বিষয়ে আদাবাড়ীয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহেল রানা ও আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আহসান হাবীব দিলিপ বলেন, আজ প্রায় ১০ থেকে ১৫ দিন যাবত তেকালা এলাকায় অন্য জেলার খারাপ মানুষের আসা যাওয়া বেড়েছে, আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি তেকালায় । সে সাথে বেড়েছে গরু সহ বিভিন্ন চুরি। তবে তেকালা ক্যাম্প পুলিশের চোখে পড়ার মত কোন তৎপরতা নাই । তাই আমাদের দাবি তদন্ত করে অতিদ্রুত বাচ্চাটিকে উদ্ধার করা হোক।
এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, এ বিষয়ে পুলিশ তৎপর আছে। শাহিন নামে বাচ্চাটাকে উদ্ধারের চেষ্টা চলছে।
Devoloped By WOOHOSTBD