মোঃ সাজেদুল ফরাজি-কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মোঃ কেরামত আলী পৈতৃক সম্পত্তি জবর দখল করে আছেন একই গ্রামের মোঃ আনারুল আলি। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদে মোঃ কেরামত আলী অভিযোগ করেন কিন্তু মোঃ আনারুল আলি বিষয়টি আমলে না নিয়ে গ্রাম্য শালিস অমান্য করে বিচারে বসতে অস্বীকৃতি জানান। পরে এব্যাপারে মোঃ কেরামত আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্র টি নিম্নে বর্ণিত হলো।
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ কেরামত আলী (৪৮) এনআইডি নং-১৯৩৫৮৩১৬৮৩, জন্ম তারিখ-১০/০৩/১৯৭৫ ইং পিতা-মৃত সন্নত আলী, সাং- সলুয়া শাহপাড়া, ০৮ নং পিয়ারপুর ইউপি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ আনারুল ইসলাম (৪০) পিতা-মৃত আজিজুল হক, সাং- সলুয়া শাহপাড়া, ইউনিয়ন পিয়ারপুর থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিয়া জানাইতেছি যে, দৌলতপুর থানাধীন সলুয়া মৌজায় আর এস ১৩১ খতিয়ানে আরএস ৭৭১ দাগে ৫০ একর জমির মধ্যে ২৯৫৬ একর জমি আমি খরিদ সূত্রে দলিল মূলে ও পৈত্রিক বন্টন মূলে মালিক। পরবর্তীতে আমি উক্ত জমি খাজনা পত্র পরিশোধ পূর্বক নাম পত্তন করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় নালিশী জমি আমিন দ্বারা মাপ জোক করিয়া দেখা যায় যে, ২৯৫৬
একর জমির মধ্যে ২৬ শতক আমার দখলে বাকি জমি .০৩৫৬ একর জমি বিবাদী মোঃ আনারুল ইসলাম অবৈধ ভাবে জবর দখল করিয়া ভোগ করিতেছে। ইং-১৩/১০/২০২৩ তাং সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় নালিশী জমি আমিন দ্বারা সঠিক মাপ জোক করিতে গেলে বিবাদী মোঃআনারুল ইসলাম জমি মাপতে বাধা সৃষ্টি করিয়া আমাকে গালমন্দ করে এবং প্রাণ নাশের হুমকি
দিয়া জমি মাপা বন্ধ করে দেয়। উক্ত ঘটনার সাক্ষী ১। মোঃ নজরুল ইসলাম (৫০) পিতা-মৃত
রহমত আলী, ২। মোঃ মিরাজুল ইসলাম (৪৫) পিতা-মৃত ভাদুশাহ উভয় সাং- সলুয়া শাহপাড়া,
০৮ নং পিয়ারপুর ইউপি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ আশ পাশের আরো লোকজন ঘটনা দেখে ও শোনে। বিবাদীর সাথে জমির ঘটনাকে কেন্দ্র করিয়া বাদ প্রতিবাদ করিলে খুন জখম সহ শান্তি ভংগের সম্ভবনা বিদ্যমান। ফলে ঘটনার বিষয়ে
আত্মীয়-স্বজনদের জানাইয়া তাহাদের সহিত
আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ করিতে বিলম্ব হইল।
অতএব, জনাব এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়।
Devoloped By WOOHOSTBD