সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গত বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন সিএনজি স্ট্যান্ডের সামনে পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত ছাতক থানার মুক্তিরগাঁও (রাতগাঁও) গ্রামের সাদ উল্লাহর ছেলে মোঃ আবুল হককে (৩৫) আটক করা হয়। আটককৃত মাদক কারবারির কাছ থেকে ১০০০ (এক হাজার) পিস নেশা জাতীয় ইয়াবাউ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD