বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশ চ্যানেল প্রতিনিধি মোঃ মশিউর রহমান সুমনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আজ(১৮ ডিসেম্বর) সন্ধা ৬টায় মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোলচর গ্রামের শান্তির হাট বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান সুমনা মেডিকেল হলে হামলা চালিয়ে দোকানে ক্যাশে থাকা টাকা পয়সা নিয়ে যায় কতিপয় সন্ত্রাসীরা এবং তাকে প্রান নাশের হুমকি দিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি দোকান বন্ধ করে স্থানীয় লোকজনের সহায়তায় বাসায় চলে যান এবং তিনি তার ফেসবুক পেজে ঘটনা তুলে ধরেন। বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা প্রশাসনের নজরে আসলে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এদিকে দেশ চ্যানেল প্রতিনিধি মোঃ মশিউর রহমান সুমন জানান, অবৈধ ড্রেজার বিরুদ্ধে দেশ চ্যানেল পত্রিকার নিউজ করায় চর এককরিয়া ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য সাকিল বিভিন্ন সময়ে হুমকি দমকি দিয়ে আসছে। আজ সন্ধায় ইউপি সদস্য সাকিলসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসীরা এসে আমার উপর হামলা চালায় এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডক্টর সাম্মী আহম্মেদের মনোনয়ন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী পস্কজ নাথের অনুসারীরা মেহেন্দিগঞ্জ -হিজলা উপজেলার বিভিন্ন স্থানে তান্ডব চালিয়ে আসছে বলে জানা যায়।
Devoloped By WOOHOSTBD