সুনামগঞ্জের তাহিরপুরে জোড় পূর্বক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জেটি স্থানান্তর করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এর আগে গত ৬আগস্ট থেকে বিআইডব্লিউটিএ এর বৈধ টুল আদায় বন্ধ করে রেখেছে তারা।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকালে উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান ও বিএনপি নেতা ইউপি সদস্য দিলোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কামালপুর থেকে বিআইডব্লিউটিএ এর জেটি শ্রীপুর বাজারে জোড় করে নিয়ে যেতে দেখা যায়। এসময় জেটি নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তারা জানায়, বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত চাঁদা আদায় করার কারনে ছাত্র জনতার পক্ষে আমরা জেটি নিয়ে যাচ্ছি। তাদের টুল আদায় করতে দেয়া যাবেনা।
নাম প্রকাশে অনিচ্ছুকবএক ব্যক্তি বলেন, বিআইডব্লিউটিএ এর বিষয়টি মূলত যারা টুল আদায়ে বাধা দিচ্ছে তাদের যদি কালেকশনে শেয়ার রাখা হয় তাহলেই আর কোন জামেলা হবেনা। প্রশাসন শক্তিশালী ভূমিকায় না থাকার কারনে প্রভাবশালী মহলটি ছাত্রদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
বিআইডব্লিউটিএ’এর ইজারাদার রতন মিয়া অভিযোগ করে বলেন, সরকারী রাজস্ব দিয়ে চলতি অর্থ বছরে সুনামগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রণাধীন বড়ছড়া ডাম্পের বাজার হতে মাইয়াজুরী মৌজা হয়ে সুলেমানপুর পর্যন্ত টুল আদায়ের বৈধ ইজারাদার হয়েও টুল আদায় করতে পারছিনা। আজকে আমার কালেকশন সেন্টার থেকে বিআইডব্লিউটিএ এর জেটি জুড় করে তাদের সুবিধা মত জায়গায় নিয়ে আসে। আমাদের টুল নিতে দিবেনা তারা নিজেরা টুল আদায় করবে। এই প্রভাবশালী সন্ত্রাসী মহলটির কারনে আমার লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ ও বিআইডব্লিউটিএ এর সহকরী পরিচালক সুব্রত রায় ঘটনাস্থলে উপস্থিত হন। তখন প্রভাবশালী মহলটির চাপের মূখে জেটি রেখে আসতে হয়। এসময় তারা জানায়, ইউএনও ছুটিতে গেছেন, তিনি আসলে জেটি নির্দিষ্ট স্থানে যাবে কিনা এবং টুল আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Devoloped By WOOHOSTBD