রাত পোহালেই ভোট, ৭ই জানুয়ারি উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রচারণা শেষে ভোটাররা হিসাব মিলাতে শুরু করেছে কে হাসবেন শেষ হাসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার খিলগাঁও -সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সাবের হোসেন চৌধুরী এমপি, তৃণমূল বিএনপি মনোনীত, বাংলাদেশ গণ আজাদী লীগ এর নেত্রী সোনালী আঁশ প্রতীকের রুবিনা আক্তার রুবি ও জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকের কাজী আবুল খায়ের এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এলাকা ঘুরে জানাগেছে।
নৌকা প্রতীকের সাবের হোসেন চৌধুরী ক্লিন ইমেজের হওয়ায় অন্যান্য প্রার্থীর চাইতে অনেক অনেক গুন এগিয়ে আছেন, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় হয়তো শেষ হাসি হাসবেন বারবার নির্বাচিত জনতার নেতা সাবের হোসেন চৌধুরী। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের মাহিদুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত কাঁঠাল প্রতীকের আনোয়ারুল ইসলাম, বি এন এফ মনোনীত টেলিভিশন প্রতীকের শফি উল্লাহ চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত ছড়ি প্রতীকের নুরুল হোসেন, গণফ্রন্ট মনোনীত মাছ প্রতিকের তাহামিনা আক্তার ও এনপিপি মনোনীত আম প্রতীকের মোহাম্মদ কফিল উদ্দিন ও বেশ প্রচারণা চালিয়েছেন। তবে নাসকতা ও ভোট বর্জনের কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে তাই এ আসনে ভোটার উপস্থিতি খুবই কম হওয়ার আশঙ্কা রয়েছে।
যদি সাধারণ ভোটাররা ভোট দিতে আসেন সেক্ষেত্রে সাবের হোসেন চৌধুরী ত্রিমুখী কঠিন প্রতিদ্বন্দ্বিতার মূখোমুখি হতে পারেন।
Devoloped By WOOHOSTBD