রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের নাম- ১/ মোঃ মিজানুর রহমান ওরফে মেজু , ২/ গোলাম মাওলা ওরফে রতন, ৩/ রাজন মিয়া, ৪/ মোঃ রাজন, ৫/ মোঃ জুয়েল ওরফে জহির।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা গণমাধ্যম কর্মীদের জানান, শনিবার (৬ মে ২০২৩ খ্রি.) রাত ৮-টা ৩০ ঘটিকায় কতিপয় মাদক কারবারি হাতিরঝিল থানার বড় মগবাজার চৌরাস্তা এলাকায় ইয়াবা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এই সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রয় করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। আজ রোববার (০৭ মে ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
RUHUL AMIN, DHAKA-07/05/2023
Devoloped By WOOHOSTBD