অবহেলিত হোমিও চিকিৎসকদের মৌলিক অধিকার আদায় এবং তাদের পেশাগত যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে ২ দিন ব্যাপী ডাঃ মনার স্পেশাল প্যাকেজ ক্লাস সুষ্ঠু এবং সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে আজ শেষ হলো। ক্লাস পেয়ে সকল হোমিওপ্যাথিক চিকিৎসকরা খুশী। চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রফিকুল ইসলাম বলেন, অসাধারণ বহুমুখী ক্লাস হয়েছে । এত সুন্দর ক্লাস পাবো ভাবতেও পারেনি। ডাঃ নবীবুর রহমান দেওয়ান বলেন, গল্প শুনতাম ডাঃ মনা স্যার বহুমুখী গুনের অধিকারী এবং মিরাকল ক্লাসের সেরা। আজ ২ দিন ক্লাস করে অনুভব করলাম যা শুনেছিলাম তার চেয়ে বেশি মেধাবী এবং বেশী আতিথিয়েতা পরায়ন মনা স্যার। স্যারের আতিথিয়েতা এবং ক্লাস আমার জীবনের সেরা আতিথিয়েতা ও সেরা ক্লাস পেয়েছি। আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন। কিশোরগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, নওগা এবং চুয়াডাঙ্গার চিকিৎসকরা ডাঃ মনার স্পেশাল ক্লাস করতে ভেড়ামারাতে এসেছিলেন।
পাঁচ মিশালী ক্লাসের প্রশিক্ষক হিসেবে ছিলেন-
১. ডাঃ কামরুল ইসলাম মনা
২. ডাঃ রফিকুল ইসলাম
৩. ডাঃ আব্দুর রহিম বিশ্বাস
৪. সাধনা (যোগে)
৫. নন্দিনী মজুমদার ( যোগে)
Devoloped By WOOHOSTBD