আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ নভেম্বর )সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরা’র নেতৃত্বে প্রায় দেড় হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সূরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি কামাল হোসেন শেখ, আমিন উজ্জামান খান মিলন, সদস্য জাহাঙ্গীর হোসেন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ, গোপালগঞ্জ সদর যুবলীগের সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাস, সাবেক সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সদস্য এস এম ইস্রাফিল, কোটালীপাড়া আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সহ সভাপতি কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, কোটালীপাড়া উপজেলা মহিলালীগের আহবায়ক সাবানা খানম জেসি, যুবলীগ নেতা দুলাল শেখ, শেখ কাইয়ুম হোসেন, এ্যাড.তাজুল ইসলাম, বদিউজ্জামান দাড়িয়া, কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ রায়, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাধন হাজরা, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন,সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামিরসহ ১১টি ইউনিয়নের সভাপতি সাধারণ ও ১০৮ টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD