• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ৩৭ পরিবার

Zakir Hossain Mithun / ১৯১ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ৩৭ পরিবার

আবু নাইম শাহ,,স্টাফ রিপোটার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর পেয়েছেন আরও ৩৭ গৃহহীন পরিবার।

বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশের ন্যায় টুঙ্গিপাড়ায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) নির্মিত ৩৭ টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে (বজ্রকণ্ঠ) ভূমিহীন পরিবারগুলোর সদস্যদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপকারভোগীদের মাঝে দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অসীম কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বিএম তৌফিক ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে মাথার উপর পাকা ঘর পেয়ে আনন্দে আত্মহারা উপকারভোগীরা বলেন, আমাদের কোন ঘর ছিল না। রাস্তার ধারে পলিথিন অথবা হোগলা দিয়ে একটি ছোট কুড়ে ঘরে বসবাস করতাম। মাথা গোজার ঠাঁই পেয়ে আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি। কখনো স্বপ্নে দেখিনি পাকা ঘরে থাকব। আমাদের ভাগ্যের পরিবর্তন এনেছে শেখ হাসিনা। তাই আমরা বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো প্রধানমন্ত্রী চাই না। শেখের বেটি হলেই আমাদের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন বলেন, ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ৩১৪ টি ঘর নির্মাণ সম্পন্ন করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ৩৭ টি ঘর আজ বুধবার উপকারভোগীদের বুঝে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD