জামালগঞ্জ উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ ইং অর্থবছরে উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যন্ত্রপাতি বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নুর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এরশাদ হোসেন, ভীমখালী ইউপি আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান শাহ, এডভোকেট নাসিরুল হক আফেন্দি, এডভোকেট রুকন উদ্দিন, এডভোকেট আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ প্রমুখ।
Devoloped By WOOHOSTBD