সালেহউদ্দীন কাননঃ
কুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যবাহী চাঁদ গ্রাম গোরস্থান ঈদগাহ ময়দানের উত্তরের রাস্তার পাশ থেকে শুরু করে কিছু জমি একোয়ার সূত্রে নছো (প্রাক্তন মেম্বার), মইনুল, ফিরোজা বেগম সহ কয়েকজনের মধ্যে আনুমানিক ১২ শতক জমি অবৈধভাবে দখল ছিল। কিন্তু জমির আসল মালিক হচ্ছেন মোহাম্মদ নূরু ইসলাম। তিনি এই জমির জন্য হাইকোর্টে আপিল করেন। অবশেষে দীর্ঘদিন পর হাইকোর্ট আপিলটি মনজুর করে এবং জমি পুনরুদ্ধারের জন্য কার্যক্রম পরিচালিত হয়। চাঁদগ্রাম চাষী ক্লাব মাঠ প্রাঙ্গনে ম্যাজিস্ট্রেট পুলিশসহ হাইকোর্টের কর্মকর্তা বৃন্দ উপস্থিত থেকে এই জমির পুনরুদ্ধারের কাজ পরিচালনা করেন।
Devoloped By WOOHOSTBD