গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানার
এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির তার সঙ্গীয় ফোর্সসহ ২২মে বুধবার রাত্রীকালিন ডিউটি পরিচালনা করিয়া যৌতুকের জন্য স্ত্রীকে
মারপিট ও নির্যাতনের অপরাধে পলাতক থাকা আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
জানা যায়, নারী শিশু মামলা নং ১৪(০৫)২৪ এর এজাহার নামীয় পলাতক ১নং আসামী ছিলেন তিনি।
গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলার পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের ভাদুন বাড়ইবাড়ী
গ্রামের মোঃ ওসমান এর ছেলে মোঃ সোহাগ(৩৫)।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান জানান,
নারী শিশু মামলা নং ১৪(০৫)২৪ এর এজাহার নামীয় পলাতক ১নং আসামী
মোঃ সোহাগ(৩৫)
পূবাইল থানাধীন ভাদুন এলাকা হতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার পূর্ব বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Devoloped By WOOHOSTBD